ফেসবুক মনিটাইজেশন করবেন কিভাবে 2025

 ফেসবুক মনিটাইজেশন করবেন কিভাবে 2025



Facebook Monetization Feature এখন সবার জন্য উন্মুক্তঃ
কনটেন্ট মনিটাইজেশন মানে হলো ফেসবুকে ভিডিও, রিলস, ছবি, স্টোরি ও টেক্সট ইত্যাদি কনটেন্ট পোস্ট করে অর্থ উপার্জন করা। ফেসবুক এই ফিচারটি এখন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে।

নিচে পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া দেওয়া হলোঃ
Professional Mode চালু করুন (প্রোফাইল ব্যবহার করলে):
প্রোফাইলে গিয়ে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। তারপর, “Turn on Professional Mode” অপশন সিলেক্ট করুন।
➤ Professional Dashboard-এ যানঃ
- প্রোফাইল বা পেজ থেকে “Professional Dashboard” এ প্রবেশ করুন।
- Dashboard-এর শেষ মেনুতে “Monetization” অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
- Monetization মেনুর “Not Yet Available” সেকশনের মধ্যে Content Monetization অপশন দেখতে পাবেন।
নোট: “Not criteria met”, অর্থাৎ আপনি এখনো এই ফিচারের জন্য যোগ্য নন।
➤ “I’m Interested” বাটনে ক্লিক করুন:
Content Monetization অপশনে গিয়ে “I’m Interested” বাটনে ক্লিক করুন। একটি ছোট মেসেজ বক্স আসবে। মেসেজ লিখুন:
উদাহরণ: “Hi Facebook Team, I am interested in using the Content Monetization feature. I regularly post original videos and photos and would appreciate access to this tool. Thank you for your consideration.”
➤ “Submit Interest” বাটনে ক্লিক করুন:
মেসেজ লেখার পর “Submit Interest” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।
💡
আবেদন করার পর করণীয়ঃ
- নিয়মিত নিজের তৈরি করা উচ্চমানের ভিডিও, রিল ও ছবি পোস্ট করুন।
- প্রতিটি পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এবং ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করুন।
টিপসঃ যত বেশি এনগেজমেন্ট পাবেন, ফেসবুক তত দ্রুত আপনার প্রোফাইল বা পেজে কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করবে।
ধৈর্য ধরুনঃ ফেসবুক সাধারণত কয়েক দিনের মধ্যে আবেদন রিভিউ করে। নির্ধারিত যোগ্যতা পূরণ হলেই কনটেন্ট মনিটাইজেশন ফিচারটি চালু করে দেবে।
Community Standards মেনে চলুনঃ ফেসবুকের নীতিমালা অনুসারে সহিংসতা, ঘৃণাসূচক ভাষা, স্প্যাম বা ভুয়া তথ্য প্রদান থেকে বিরত থাকুন।
📈
মনে রাখবেনঃ কনটেন্ট মনিটাইজেশন ফিচার আপনি পাবেন কি না, তা নির্ভর করবে আপনার কনটেন্টের মান ও একটিভিটির ওপর। সময় নষ্ট না করে এখনই আবেদন করুন। এতে সোনার হরিণ খুব দ্রুত আপনার বাড়ি চলে আসবে, ইনশাআল্লাহ।
❤
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url